সামাজিক বন্ধন অটুট রাখতে চন্দনাইশ সমিতি ভূমিকা পালন করে যাচ্ছে

77

চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, চন্দনাইশবাসীর সামাজিক বন্ধন অটুট রেখে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে চন্দনাইশ সমিতি। এলাকার একঝাঁক তরুণ ২০০৫ সাল থেকে দীর্ঘ ১৪ বছর সামাজিক অবক্ষয় রোধে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসাক্ষেত্রে কাজ করে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে চন্দনাইশ সমিতির কার্যক্রম। এ কার্যক্রমে চন্দনাইশের সকল বিত্তবানদের অংশগ্রহণ সমিতিকে আরো প্রাণবন্ত করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সমিতির পক্ষ থেকে প্রতিটি মিলন মেলায় বিভিন্ন স্তরে অবদানের জন্য সম্মাননা প্রদান একটি যুগান্তকারী প্রদক্ষেপ। এর ফলে চন্দনাইশের এ কৃতিমান পুরুষেরা সমাজ ও দেশের কাছে সমাদৃত হওয়ার পাশাপাশি আরো দ্বিগুন উৎসাহিত হয়ে অন্যরাও সমাজ কল্যানমূলক কাজে এগিয়ে আসবেন। তিনি চন্দনাইশ সমিতির সার্বিক সফলতা কামনা করে তাদের কার্যক্রমকে এগিয়ে নেয়ার আহবান জানান। গত ১১ এপ্রিল রাতে নগরীর দি কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ৫ম মিলন মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর সংগঠনের সভাপতি, রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট আবদুল কৈয়ুম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংবর্ধিত অতিথি চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান। তাছাড়া সম্মাননা গ্রহণ করে অনুভূতি প্রকাশ করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সরোজ সিংহ হাজারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আলী আজাদী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল গফুর, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ হাসনি, কবি ও লেখক অভিক ওসমান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন, ট্রাস্টি সদস্য অধ্যাপক আজম খান, বাবর আলী ইনু, জাহাঙ্গীর আলম, আবদুল নবী খান, এড. মো. দেলোয়ার হোসেন, ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, চন্দনাইশ ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোয়াজ্জিন, কার্যকরি পরিষদ সহ-সভাপতি যথাক্রমে মো. কমরুদ্দিন সবুর, আবু তাহের, আবদুল মান্নান, হেলাল উদ্দীন চৌধুরী, আবু ফয়েজ, যুগ্ম সম্পাদক এড. নজরুল ইসলাম, মো. ইদ্রিচ, মো. জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আ ন ম হাসান চৌধুরী, আবদুর রহিম, সুমন সরকার, টিটু বড়ুয়া, হামিদুর রহমান পারভেজ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চট্টগ্রামের নামকরা শিল্পীরা।