সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে কাজ করছে সেনাবাহিনী-প্রশাসন

76

বান্দরবান প্রতিনিধি
………………….

করোনা সংক্রামন মোকাবেলায় বান্দরবানে সামাজিক দূরত্ব বজায় রাখতে সড়কে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। জনসমাবেশ প্রতিরোধ, অপ্রয়োজনে সড়কে ঘোরাফেরা, স্বাস্থ্য সচেতনতা মেনে চলা এবং সামজিক দূরত্ব বজায় রেখে সড়কে চলাচল করতে জনসাধারণকে বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার সকালে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সেনাবাহিনীর সদস্য ছাড়া ও পুলিশের সদস্যরা কাজ করছে। আইন অমান্য করে সড়কে জমায়েত, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব না মানা ব্যত্তিদের বিরুদ্ধে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাধারণ মানুষ বিনা কাজে ঘরের বাইরে যাতে ঘুরাফেরা করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সরকারের নির্দেশনা থাকার পর জেলা শহরের বাজারগুলোতে তা মানা হচ্ছে না। শহরের বাজারের গুলো সামাজিক দূরত্বের পাশা-পাশি স্বাস্থ্যবিধি না মেনে ঘুরাঘুরি করছে অংসখ্যা মানুষ। জেলা সিভিল সার্জন ডা. অং সুই মারমা জানিয়েছে, বান্দরবানে কোন করোনা রোগী সনাক্ত না হলে ও বিভিন্ন সময়ে বিদেশ থেকে আসা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইনে অবস্থান করা ৩২ জনের দেহে করোনা আছে কিনা রক্তের নমুনা কক্সবাজার ও চট্টগ্রামে হাসপাতালে পরীক্ষা জন্য পাঠানো হলে কারো শরীরের রক্তে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। জেলার বিভিন্ন উপজেলায় ১৮৩ জনকে এই পর্যন্ত কোয়ারেইন্টানে রাখা হয়েছিল আর তার মধ্যে বর্তমানে হোম কোয়ারেইন্টানে রয়েছে ৬৩ জন আর প্রাতিষ্ঠানি কোয়ারাইন্টেনে কেউ নেই।