সামাজিক দায়বদ্ধতার কারণে শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপন

38

আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডেরর ফটিকছড়িস্থ আজাদী বাজার শাখার উদ্যােগে গ্রাহক মততিনিময় সভা সম্প্রতি অনুষ্টিত হয়। ব্যবস্থাপক মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জোনাল অফিসের সহকারী ভাইস প্রেসিডেন্ট এ.এফ এম ফয়সাল কবির। বিশেষ অতিথি ছিলেন গহিরা শাখার ব্যবস্থাপক মো. সেলিম উদ্দিন। গ্রাহকের পক্ষ থেকে বক্তব্য রাখেন জামশেদুল আলম, বাবর উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি এ এফ এম ফয়সাল কবির বলেন, আল-আরাফা ব্যাংক লি: প্রতিষ্ঠার পর থেকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এবং সামাজিক দায়বদ্ধতার কারণে শিক্ষাবৃত্তি, বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা সহ বিভিন্ন সামাজিক ও জনহীতকর কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এক্সিকিউটিভ অফিসার এস এম নাজমুল মিল্লাতের সঞ্চালিত সভায় মুনাজাত পরিচালনা করেন অপারেশন ম্যানেজার মাওলানা জসিম উদ্দিন।