সামরিক স্থাপনায় ড্রোন হামলা প্রতিহতের দাবি ইরানের

5

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি সামরিক স্থাপনায় যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা একটি ‘অসফল’ ড্রোন হামলার কারণে হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ভাষ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
‘বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা একটি ড্রোনে আঘাত হানে, অপর দুটি প্রতিরক্ষা ফাঁদে আটকা পড়ে ও বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত, এই অসফল হামলায় কারও প্রাণহানি হয়নি এবং এটি ওয়ার্কশপের ছাদের সামান্য ক্ষতি করেছে,’ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে এমনটা বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা।