সাব রেজিস্ট্রার অফিসের সহকারীর স্ত্রীর ৭ বছর সশ্রম কারাদন্ড

4

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী মৃত নুরুল আলমের স্ত্রী খুরশীদ জাহানকে ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি খুরশীদ জাহান আদালতে উপস্থিত ছিলেন। এরপর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত: ২০০৯ সালের ১০ মে নগরের ডবলমুরিং থানায় ৬৯ লাখ ৩৫ হাজার ১৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নুরুল আলম ও খুরশীদ জাহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দুদক তদন্ত শেষে ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার কার্যক্রম চলাকালে নুরুল আলম মারা যান। এ কারণে তাকে বিচার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে আদালতে দুদকের পক্ষে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে ২০০৪ এর ২৭(১) ধারায় খুরশীদ জাহানকে ৭ বছরের সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত। নুরুল আলম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন। পরে সেই সম্পদ তার স্ত্রী গৃহিণী খুরশীদ জাহানের নামেও হস্তান্তর করেন। বিচারক রায়ে অবৈধভাবে অর্জন করা ৬৬ লাখ ৮৬ হাজার ২২৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুক‚লে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন।