সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

27

চকবাজার থানা জাতীয় পার্টির উদ্যোগে গত ১৪ জুলাই সোমবার বিকাল ৪টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল চকবাজার থানা জাপার আহববো্য়বক মাজেদুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব সমীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর জাপার সদস্য সচিব এয়াকুব হোসেন, সহ-সভাপতি ছালামত আলী, আবু জাফর মোহাম্মদ কামাল, মোহাম্মদ আলী, ছবীর আহম্মদ সোহেল, দপ্তর সম্পাদক ছগীর আহম্মদ, ফজলে হাসান শাহীন, টিপু দাশ, ছাত্রসমাজের খোকন, ফারুক আহমদ আপন, কাদের, সাইফুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে মাজেদুল হক বলেন, তিনি আরো বলেন, পল্লীবন্ধুর আমলে সমগ্র বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা শুরু করে শিক্ষা, শিল্পায়ন, স্বাস্থ্যখাত, বিচার বিভাগ সহ সমস্ত সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আজকের এই দিনে সমগ্র বাংলাদেশের মানুষ এই মহান নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আজকের বাংলাদেশের এ দূর্যোগকালে এহেন মহান নেতার খুবই প্রয়োজন বলে ছিল বলে দেশবাসী মনে করেন। উক্ত আলোচনা সভায় জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সভানেত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহিলা সংসদ সদস্য সালমা ইসলামের স্বামী যমুনা গ্রূপের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম বাবুল এর মৃত্যুতে চকবাজার থানা জাপার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভাশেষে মিলাদ মাহফিলে পল্লীবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।