সাবেক ফুটবলার দুল্লা রহিমের মৃত্যুতে শোক

45

পটিয়া আবাহনী ক্রীড়া চক্রের সহ-সভাপতি, সিজেকেএস ২য় বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণকারী চট্টগ্রাম আবাহনী লি. জুনিয়রের ১ম অধিনায়ক হাজী দুল্লা রহিম (৫৮) গতকাল ভোর ৪ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় পটিয়া সেন্ট্রাল হস্পিটালে ইন্তেকাল করেন (ইন্নালি….রাজিউন) মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান। গতকাল বিকাল ৪ টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা শেষে পৌরসভা ৫নং ওয়ার্ডের সবজারপাড়া নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহম্মদ চৌধুরী টিপু, মেয়র অধ্যাপক মো. হারুনুর রশিদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিছ মিয়া, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, চট্টগ্রাম আবাহনী লিঃ জুনিয়রের সাধারণ সম্পাদক এস.এম সাইফুদ্দিন, পটিয়া আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর আলম, পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, আবদুছ ছোবহান ফুটবল দলের প্রতিষ্ঠাতা আবুল কালাম বাবুল, পটিয়া ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন,শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক পুলক চৌধুরী, বাংলাদেশ বয়েজ ক্লাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম, কালারপুল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম.এ রহিম, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির পক্ষে আবুল কাসেম, পটিয়া রেফারি সমিতির সাধারণ সম্পাদক বাদশা মিয়া,পটিয়া ফুটবল খেলোয়াড় সমিতির পক্ষে এম.এ কাসেম, ক্রিকেট খেলোয়াড় সমিতির পক্ষে- মাহাবুবুর রহমান, পটিয়া ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, পটিয়া ক্রিকেট একাডেমীর পক্ষে শাহ্রিয়ার শাহ্জাহান ও দক্ষিণ জেলা আবাহনী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক ইকবাল মোরশেদ প্রমুখ। বিজ্ঞপ্তি