সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ

18

স্পোর্টস ডেস্ক

আরেকটি সাফ চ্যাম্পিয়নশিপ। এবারও একই আশা। জামাল-জিকোদের সাফের শুরুটা হচ্ছে তুলনামুলক কম শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে। উদ্বোধনী দিনটা তাই নিশ্চয়ই নিজেদের করে নিবেন অস্কার ব্রজনের শিষ্যরা। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দল দুটি। এটাই নতুন কোচ ব্রজনের অধীনে খেলতে যাওয়া প্রথম ম্যাচ।
সাফ চ্যাম্পিয়ন্সশিপ ফুটবলে দীর্ঘ এক যুগ শিরোপার স্বাদ পাচ্ছে না বাংলাদেশ। গত চার আসরে লাল-সবুজের জার্সিধারীদের গল্পটা আরও হতাশার। পেরোতে পারেননি গ্রুপ পর্বই! এবার সে সব গ্লানি মুছে ফেলে আবার শিরোপার দেখার লক্ষ্য জামাল-জিকোদের। আসরটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভূঁইয়া। দেশ ছাড়ার আগে তিনি বলেছিলেন, ‘শেষ কয়েকদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায়। যাতে টুর্নামেন্ট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারি। এটা ভালো একটা গ্রæপ (খেলোয়াড়রা) এবং আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই।’ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে। বাংলাদেশ এবং স্বাগতিক মালদ্বীপ ছাড়াও রয়েছে ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা।