সাফল্যের কোনো সংক্ষিপ্ত ও সহজ পথ নেই

8

 

সাফল্যের কোন সংক্ষিপ্ত ও সহজ পথ নেই। জীবনের জন্য কঠোর পরিশ্রম ও সংগ্রাম অপরিহার্য। নিরন্তর সংগ্রামশীলতা মানুষকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিশ্বখ্যাত ও দেশবরেণ্য অনেক মহান মনিষী প্রত্যন্ত গ্রাম থেকে নিজেদের অদম্য প্রচেষ্টার ফলশ্রুতিতে উঠে এসেছেন। নতুন উদ্যোগ, কাজ, পেশার সাথে প্রেমময় বন্ধন প্রয়োজন। গত ১ জুলাই চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র ফেইসবুক পেজ থেকে সম্প্রচারিত লাইভ অনুষ্ঠানে কবি, লেখক ও নাট্যকার অভীক ওসমান উপরোক্ত কথাগুলো বলেন। চন্দনাইশ ছাত্র সমিতি’র তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুরুল আমিন’র সঞ্চালনায় সম্পন্ন এই অনুষ্ঠানে অভীক ওসমান আরও বলেন, যেকোনো পেশায় থেকেও সাহিত্য সাধনা করা যায়, এর জন্য দরকার আগ্রহবোধ আর একাগ্রতা। করোনা পরবর্তীতে নিউ নরমাল ইকোনমি গড়ে উঠার যে সম্ভাবনা তার জন্য গবেষণার বিকল্প নেই। বাংলাদেশে ব্লু ইকোনমিসহ অর্থনীতির সম্ভাবনাময় খাতসমুহের প্রানসঞ্চারে এগিয়ে আসতে হবে সবাইকে। তরুন প্রজন্মকে নতুন ও বহুমাত্রিক দক্ষতা অর্জনে ব্রত হতে হবে। উল্লেখ্য, স্বমহিমায় উদ্ভাসিত বিদগ্ধ ব্যক্তিদের জীবনের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র নতুন উদ্যোগের তৃতীয় পর্বে অতিথি আলোচক হিসেবে চিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সচিব অভীক ওসমান অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি