সানশাইন এডুকেশন ওপেন ডে কাল

39

চট্টগ্রামের প্রথম বৃটিশ ক্যারিকুলামে পাঠদানরত শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন গ্রামার স্কুলের আয়োজনে সানশাইন এডুকেশন ওপেন ডে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় ওপেন ডে উদ্বোধন করবেন সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেম ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল তাবরিজ।
সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের প্রথম ইংরেজি মাধ্যমের এই শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সানশাইন গ্রামার স্কুলের শিক্ষার্থীরা আজ দেশ ও দেশের বাইরে তাদের স্ব স্ব ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছে। এই স্কুলে ক্যামব্রিজ, এডেক্সল ও ন্যাশনাল ক্যারিকুলাম (ইংরেজি) উভয় মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। সানশাইন এডুকেশনের মাধ্যমে ১৯৯৫ সাল থেকে চট্টগ্রামের প্রথম ইংরেজি মাধ্যমের কলেজ চিটাগাং সানশাইন কলেজও পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি