সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশনের কুইজ প্রতিযোগিতা

9

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে তাঁর জীবনের নানা ঘটনা নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন। গত বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাও উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা শুরু হয়। কুইজে বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে ২০টি প্রশ্ন ছিল। এগুলো ১৫ মিনিটের মধ্যে উত্তর দেওয়ার সুযোগ পান প্রতিযোগীরা। কুইজ পরিচালনা করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আফজাল খান। সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব খান জয় এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাগীর হোসেন, অতিথিরা বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেন। প্রধান অতিথি সামাজিক ও মানবিক কাজে অনবদ্য অবদান এবং এমন একটি আয়োজনের জন্য সানরাইজ পরিবারের প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৬ জন শিক্ষক সহ সংগঠন পরিচালক হোসাইন আহম্মেদ, সহ সভাপতি খলিলুর রহমাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সুজন,অর্থ সম্পাদক বিকাশ ভৌমিক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল, সহ দপ্তর সম্পাদক ইয়াকুব আলী,কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম ও রাকিবুল হাসান।
কুমিল্লা ইউনিট এর পক্ষে ছিলেন সদস্য নাঈম, রিয়াজ, ফয়সাল, মনির হোসেন, রবিউল ইসলাম, রাহাত হোসেন, তানভীর, সাগর, নাদিম, আমিনুল ইসলাম, সঞ্জিত প্রমুখ। বিজ্ঞপ্তি