সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার অনুশীলন প্রয়োজন

60

 

মনের অন্ধকার দূর করার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার অনুশিলন প্রয়োজন। মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধবিহার এগুলোর একমাত্র লক্ষ হচ্ছে মানুষের সেবা করা। ধর্মকে ব্যবহার করে যারা নিজেদের স্বার্থে যারা শান্তিকে বিনষ্ট করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। গত বুধবার রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জা এলাকার ইসলামপুর দারুস্ সুন্নাহ নুরানী মাদ্রাসা হেফজখানা, এতিমখান ও আয়শা ছিদ্দিকা মহিলা মাদ্রাসার উন্নয়নমুলক কর্মকাÐের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেছেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মিয়া ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রচার সম্পাদক মীর ইদ্রিস আলী। এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, কালাপাকুজ্জা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি আরও বলেন, এখানে আমরা পাহাড়ি-বাঙালিসহ সকল ধর্মের লোকজন মিলেমিশে বসবাস করে। সুন্দরভাবে যে যার ধর্ম পালন করছি। অতীতে যারা ভূল বুজিয়েছেন তারা এখন অনুতপ্ত। তিনি বলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। লংগদু উপজেলাকে উদাহরণ দিয়ে তিনি আরও বলেন এখানে এখন জায়গার বেড়েছে কয়েকগুণ, মানুষের কর্ম ও ক্রয় ক্ষমতা বেড়েছে। প্রধানমন্ত্রীর কারণে আজ আমরা বিদ্যুৎ, রাস্তাঘাট, বড় বড় ব্রিজ পাচ্ছি। সাজেক থেকে রাস্তা হয়ে লংগদু হয়ে বরকল টেগামুখে স্থলবন্দর হয়ে বান্দরবান পর্যন্ত সড়ক পথ হচ্ছে। এসব কাজগুলো শেষ করার জন্য অতীতের ন্যায় আবারও আপনারা বর্তমান সরকারকে ভোট দিবেন। শেষে তিনি মাদ্রাসার উন্নয়নে সবধরণের সাহায্য সহযোগির প্রতিশ্রæতি দেন।