সাতবাড়িয়া কলেজে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

49

চন্দনাইশ সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গভর্নিং বড়ির সভাপতি মুক্তিযোদ্ধা এড. আলহাজ আসহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল কলেজের ডিজিটাল ল্যাব উদ্বোধন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানের শুরুতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম তার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ডিজিটার ল্যাবের উদ্বোধন করেন গভর্নিং বডির সভাপতি এড. আলহাজ আসহাব উদ্দিন আহমদ। প্রভাষক শেভাশীষ বড়–য়া এবং প্রভাষক রবিন্দ্র চৌধুরীর সঞ্চালনায় গভর্নিং বডির সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ আবুল বশর ভূঁইয়া। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মিসেস শিখা রানী দে, ঐশীম দাস গুপ্ত, মিনহাজুল হুদা, নজরুল ইসলাম এবং ফরিদুল হক। আলহাজ আবুল বশর ভূঁইয়া ছাত্র/ছাত্রীদেরকে দেশের ভবিষ্যত কান্ডরী উল্লেখ করে তাদেরকে সত্যিকারের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার আহবান জানান। আলোচনা অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন গভর্নিং বডির সভাপতি এড. আলহাজ আসহাব উদ্দিন আহমদ, জনাব আবুল বশর ভূঁইয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জনাব নুরুল ইসলাম সাংস্কৃতি কমিটির আহবায়ক, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক জনাব নজরুল ইসলাম।