সাতবাড়িয়ায় সীমানা বিরোধে সংঘর্ষে মহিলাসহ আহত ৪

12

চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নাথ পাড়া এলাকায় সীমানা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। এ ব্যাপারে পক্ষদ্বয় থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন। বিভুতি কুমার নাথ বাদি হয়ে ৪ জনকে আসামি করে চীফ জুডিশিয়াল আদালতে গত ২৯ অক্টোবর মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য চন্দনাইশ থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। স্থানীয়ভাবে জানা যায়, গত ২৭ অক্টোবর সাতবাড়িয়া নাথ পাড়া এলাকায় সীমানা বিরোধকে কেন্দ্র করে সুজিত নাথের সাথে রঞ্জিত কুমার নাথের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মৃত গোপাল কৃষ্ণ নাথের ছেলে রঞ্জিত কুমার নাথ (৭২) তার স্ত্রী প্রতিমা দেবী (৬০), সুজিত কুমার নাথ (৫০), তার স্ত্রী পুষ্প বালা নাথ (৪২) আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই দিন চন্দনাইশ থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করলে থানা কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে এজাহার হিসেবে গণ্য করেন নাই। ফলে গত ২৯ অক্টোবর বিভুতি কুমার নাথ বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। আদালত শুনানী শেষে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ওসি চন্দনাইশকে নির্দেশ দেন।