সাতবাড়িয়ায় দরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের পাশে শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন

12

 

পূর্ব সাতবাড়িয়ায় দরিদ্র পরিবারের অর্থ সংকটে যাদের শিক্ষা জীবন ব্যাহত হতে চলছে সেসব শিক্ষার্থীদের মাঝে মাসিক শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন মানবিক সংগঠন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলী। শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন ২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকায় অনগ্রসর দরিদ্রপীড়িত তুলনামূলক পিছিয়ে থাকা জনগোষ্ঠির জীবনমানের উন্নয়নে যথাসাধ্য কাজ করে চলছে। তারই ধারাবাহিক অংশ হিসেবে পূর্ব সাতবাড়িয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিষ্কন্টক করতে মাসিক শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শিবলী বলেন, মানবতার কল্যাণে শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন নিরন্তর ছুটে চলছে। সামাজিক দায়বদ্ধতা ও মহান আল্লাহ রাব্বুল আলামীনের সস্তুষ্টি লাভের প্রত্যাশায় আমরা বিভিন্ন মানবিক কাজ করার চেষ্টা করছি। খানদীঘি হাইস্কুল মিলনায়তনে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গির আলম। উপস্থিত ছিলেন খানদীঘি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, সদস্য মাওলানা কামাল উদ্দিন, সুজিত ঘোষ, বিকাশ চন্দ্র দে, রকিবুল হাসান হিমু ও মো. ইদ্রিস প্রমুখ। বিজ্ঞপ্তি