সাতকানিয়া লায়লা মছউদ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

39

পূর্বদেশ অনলাইন
সাতকানিয়া উপজেলার গরিবারঝিল লায়লা মছউদ উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে উৎসবমূখর পরিবেশে এ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির উদ্দীনের সভাপতিত্ব এবং সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরিবারঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত আরা বেগম, আব্দুল কাদের জিলানী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আব্দুল খালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মুহাম্মদ মুছা, মোহাম্মদ নুরুল আলম, হাজী মোহাম্মদ ইদ্রিচ। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. জহির উদ্দীন বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। পাশাপাশি বলতে চাই- শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।