সাতকানিয়া মহিলা কলেজে অভিভাবক সমাবেশ

29

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ অক্টোবর কলেজের অধ্যাপক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রসুলাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক মামুন মোহাম্মদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় কলেজে অনেক উন্নয়ন কাজ হয়েছে। করোনাকালে আমাদের শিক্ষার্থীরা নানা রকম সংকটে পড়েছে। কলেজের পক্ষ থেকে করোনাকালের শুরু থেকেই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছিলো। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল ছাত্রীদের পড়ালেখায় ব্যস্ত রাখার। এখন কলেজে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাস চলছে। ছাত্রীরা ভাল ফলাফল অর্জন করলে কলেজের উন্নয়ন কাজ আরো বেগবান হবে। অভিভাবকদের তিঁনি নিজ নিজ মেয়েদের ব্যাপারে সচেতন ও নিয়মিত নির্দেশনা দেওয়ার অনুরোধ জানান। অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইদ্রিছ মিয়া, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক ছমি উদ্দীন, অধ্যাপক আবদুচ ছবুর ও অধ্যাপিকা আয়েশা জোবাইরা প্রমুখ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শফিউল আজম, ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাসপ্রিয়া সোলতানা রিসমা। অনুষ্ঠান শেষে কলেজ সভাপতি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি