সাতকানিয়া মডেল হাইস্কুলের ডিজিটাল ল্যাব উদ্বোধন

6

 

২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সাতকানিয়ায় ১৮ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টায় শেখ রাসেল দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন উপলক্ষে সাতকানিয়া মডেল হাই স্কুলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সাতকানিয়া মডেল হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল শিবলী নোমান, সহকারী কমিশনার ভূমি মং চিং নু মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোম্মদ আবু তালেব মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজুয়ান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর কাশেদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফয়সাল প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, আমাদের আগামী প্রজন্ম সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারী প্রজন্ম হবে। সে জন্য সরকার দেশে একটি উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলছে। ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট শুরু করেছে। বিভিন্ন উপজেলা ও সংসদীয় আসনে ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচার বাস্তবায়ন করেছে; যেখানে ৪র্থ শিল্প বিপ্লবের প্রয়োজনীয় প্রযুক্তি সম্পর্কে শিশু-কিশোর ছাত্র-ছাত্রীদের জ্ঞান ও দক্ষতা তৈরি হবে। এসময় তারা ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক অর্থনীতি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে বিভিন্ন উদ্যোগের সাথে যুক্ত হওয়ার তাগিদ দেন।