সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা

66

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য নারী শিক্ষার উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে গত ১৮ ফেব্রূয়ারি ২০২০ সনের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা বরাবরেরমত আনুষ্ঠানিকভাবে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কলেজের গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী, প্রতিযোগিতার প্রারম্ভিকায় সংক্ষিত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সুস্থ সুন্দর জীবনের জন্য ক্রীড়ার বিকল্প নাই। খেলাধুলা ও সংস্কৃতির মধ্য দিয়ে একটি জাতি বিশ্বের দরবারে বিশেষভাবে পরিচিতি লাভ করে। তাই শিক্ষার্থীদের উন্নত জাতি গঠনে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। কলেজ অধ্যক্ষ জনাব তফাজ্জল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল ওয়াহেদ চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মুহাম্মদ জয়নাল আবেদীন, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, অধ্যাপক কানিজ ফাতেমা, অধ্যাপক খাদিজাতুল কোবরা, প্রদর্শক জয়নাব বেগম। ১০০ মিটার দৌড়, ভারউত্তোলন, মার্বেল দৌড়, চাকতি নিক্ষেপসহ ১০টি ইভেন্টে প্রায় ২০০ প্রতিযোগী অংশ গ্রহণ করে। ক্রীড়া পরিচালনায় নেতৃত্ব দেন অধ্যাপক জয়নাল আবেদীন সহযোগিতায় ছিলেন অধ্যাপক জন্নাতুল নাঈম পাপি, অধ্যাপক রহুল আমিন, অধ্যাপক মিজানুর রহমান, অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন অধ্যাপক আরিফুর রহমান। বিজ্ঞপ্তি