সাতকানিয়ায় ৪৫ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

15

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারঘোষিত কঠোর লকডাউন অমান্য করে দোকান খোলা, স্বাস্থ্যবিধি অমান্য এবং মুদির দোকানে মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে সাতকানিয়ায় ৪৫টি মামলায় ১ লক্ষ ৩ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দিনব্যাপী সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। এসময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমরা সকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার কেরানীহাট, মৌলভীর দোকান, বুড়ির দোকান, বাজালিয়া, ধর্মপুর, দেওদিঘী বাজার, মির্জারখীল বাজার ও সাতকানিয়া পৌরসভাসহ বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করেছি। এসময় দোকান খোলা রাখা, ঘরকে দোকান বানিয়ে ভাত বিক্রি, মুদির দোকানে মূল্যতালিকা না থাকা, মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় এসব মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো জানান, জরিমানার পাশাপাশি এলাকায় মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি এবং লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।