সাতকানিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

19

সাতকানিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম জাগির হোসেন (৫৯)। মাদার্সা ইউনিয়নের বড় মাদার্সা ভার্কিকা ঝিরিতে গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস ছালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে জাগির হোসেন ও মোস্তাক আহমদ গরু খুঁজতে বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ে গেলে পাহাড়ি এলাকার একদল হাতি তাদের সামনে চলে আসে। হাতি দেখে মোস্তাক আহমদ ঘটনাস্থল থেকে পালিয়ে আসলেও জাগির হোসেন ফিরে আসতে পারেননি। বন্য হাতিরা প্রথমে পা দিয়ে পিষ্ট করে ও পরে শুঁড় দিয়ে আছাড় দিলে জাগির হোসেন ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস ছালাম চৌধুরী বলেন, মাদার্সা ইউনিয়নে হাতির আক্রমণে জাগির হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। আমরা এ ব্যক্তির দাফনের জন্য তাৎক্ষণিক জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছি। পরবর্তিতে বনবিভাগের পক্ষ থেকে আরো ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। জাগির হোসেন উপজেলার মাদার্সা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মনুর বাপের পাড়ার মৃত রহিম বকসুর ছেলে।