সাতকানিয়ায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা

49

শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষে গত ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় শুদ্ধসুরে জতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা ২০১৯ সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সাতকানিয়া সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন পর্যায়ে জতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফের সভাপতিত্বে ও সাতকানিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ চন্দ্র দত্ত। প্রতিযোগীতায় মাধ্যমিক পর্যায়ে সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ১ম, চিব্বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় ২য় এবং মির্জাখীল উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ ১ম, সাতকানিয়া সরকারি কলেজ ২য় ও গারাংগিয়া ইসলামিয়া রব্বানি মহিলা ফাযিল মাদ্রাসা ৩য় স্থান অধিকার করে। আগামী ১১ ফেব্রুয়ারী সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতার মূল পর্ব অনুষ্ঠিত হবে। এতে ইউনিয়ন পর্যায়ে ১ম হওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি