সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল, জরিমানা

13

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলায় পৃথক মেবাইল কোর্ট পরিচালনা করে তিন জনকে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। উপজেলার সদর, ছদাহা, পশ্চিম ঢেমশা, এওচিয়া ইউনিয়ন এলাকায় ৫ মার্চ রাত আনুমানিক ২টার সময় এই অভিযান পরিচালিত হয়। গতকাল ৫ মার্চ দিবাগত রাত আড়াইটায় সাতকানিয়া উপজেলার সদর, ছদাহা, পশ্চিম ঢেমশা,এওচিয়া এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। সাতকানিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী অভিযান পরিচালনা করেন।
এসময় পশ্চিম গাটিয়াডাঙ্গা, এওচিয়া এলাকায় অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির টপসয়েল মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তিন জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও এক জনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন মোঃ মুজাম্মেল (৩০), মোঃ এমরানুল হক (২০) ও আব্দুল আজিজ (২০)। অর্থদন্ডপ্রাপ্ত হলেন আব্দুল জাহের (৪৮)। প্রত্যেকেই সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন পুলিশ, আনসার, গ্রামপুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।