সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

4

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে দগ্ধ রিম্পি নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিম্পি সাতকানিয়া উপজেলার মরফলা বাজার এলাকার আবুল কায়েসের মেয়ে।
গত সোমবার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠে যায় রিম্পি। এসময় বাড়ির ছাদের ওপরে থাকা হাইভোল্টেজের একটি বৈদ্যুতিক তার সংযুক্ত পিলার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিম্পির শরীরের অনেকাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
রিম্পির চাচা মো. এরশাদ জানান, রিম্পি পাশেই নির্মাণাধীন বাড়ির ছাদে উঠে খেলার ছলে ওখানের একটি পিলারে ভুলবশত হাত দেয়। তখন বিদ্যুৎস্পৃষ্টে তার পুরো শরীর ঝলসে যায়। পরে জানতে পেরেছি ওখানে হাইভোল্টেজের তার লাগানো ছিল।
পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদেকুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ওই শিশু বার্ন ইউনিটে ভর্তি ছিলো। বুধবার বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।