সাতকানিয়ায় বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা

10

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া থানার উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা উপজেলার এওচিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
গতকাল ৬ মার্চ বিকালে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়ন পরিষদের মাঠে ‘আপনার পুলিশ আপনার পাশে ‘তথ্য দিন- সেবা নিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়া থানা পুলিশের এসআই আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আবু ছালেহ।
এসময় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার এএসআই মো. ইসমাইল, মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম, এওচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ শাহআলম, এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ছফুর, ইউপি সদস্য নবী হোসেন, মনোয়ারা বেগম, তসলিমা আক্তার মুন্নী, আব্দুর রাজ্জাক, মো. সেলিম, মো. সুমন, আবু সুফি, ইউনিয়ন পরিষদের সচিব মো. জমির, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদ্দীন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. ইকবাল হোসেন, হুমায়ুন চৌধুরী, ছাত্রনেতা মিশফারুল আকবর, যুবনেতা আবুল কালাম, সোহেল এবং বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবু ছালেহ বলেন, আমার ইউনিয়নে একদম কোন প্রকার ইভটিজিং, মাদক সেবন ও মাদকের ব্যবহার আমি বরদাস্ত করবনা। তিনি আরো বলেন, কোন ওয়ার্ডে এসবের তথ্য পাওয়া গেলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য যদি তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত কিংবা প্রতিবাদ করতে না পারে তাহলে তাকে জবাবদিহির আওতায় আনা হবে।