সাতকানিয়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

55

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ও বাংলাদেশ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পরপরই শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ত্রিশ জন প্রতিযোগির মাঝে ১ম স্থান অধিকার করে ১ম বর্ষের শিক্ষার্থী বি.এম. শাখার তাহমিদা শোভা মিম ও ২য় বর্ষের আফরোজা ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরী ও সভাপত্বিত করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জল হোছাইন। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতোনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন কলেজের প্রভাষক আরিফুর রহমান। বিজ্ঞপ্তি