সাতকানিয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

65

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তাই এই শীতে সাধারণ লোকজন যাতে কষ্ট না পায় সেজন্য সারাদেশে প্রধানমন্ত্রীর তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতকানিয়ায়ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়–য়ার সহায়তায় প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি শুক্রবার বিকালে সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রামপুর এলাকায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়–য়ার সহায়তায় প্রধানমন্ত্রীর দেয়া শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সহ-সভাপতি নুরুল আমিন, হারুনুর রশিদ মানিক, বিদ্যুৎ বড়–যা, ডা. বিপ্লব পালিত, জুয়েল কবির, আনোয়ার হোসেন, মো. মিজান, নাজিম উদ্দীন মানিক, মো. নুরুচ্ছফা, জসিম উদ্দীন জিসান ও ছাত্রলীগ নেতা মো. আয়াজ। বিজ্ঞপ্তি