সাতকানিয়ায় দুর্ভোগে হাজারো মানুষ

8

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি জনবহুল সড়কে বেইলি ব্রিজের পাটাতন উঠে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন দুই পাশের হাজারো মানুষ। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।
জানা যায়, উপজেলার চরতী-মৌলভীর দোকান সড়কের নলুয়া ইউনিয়নের ডলু নদীর উপর বেইলী ব্রিজটির পাটাতন গতকাল সোমবার ভোরে ওঠে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে রাস্তার দুই পাশে যানবাহনের দীর্ঘ জট লেগে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করলে সাতকানিয়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বেইলী ব্রিজটি সংস্কার কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন, ব্রিজটি দোহাজারী সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ করলেও এটি এলজিইডিকে দিয়ে দেয়া হয়। দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।