সাতকানিয়ায় দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

106

বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি ৪০তম জাতীয় বিজ্ঞাান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০১৯ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপি বিজ্ঞান মেলা গত ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে একাডেমি সুপারভাইজার আশীষ বরন দেবের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফসর ড. মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ চন্দ্র দত্ত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিম শরিফ, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষ আবু আহমদ, প্রফেসর ইদ্রিছ মিয়া, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি ছৈয়দ মাহফুজউন নবী খোকন প্রমুখ।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮টি স্টল অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে স্টলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি

হাটহাজারীতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপন

‘স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এই শ্লোগানকে সামনে রেখে গত ১৬ এপ্রিল হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। তিনি বলেন, হাটহাজারীতে স্বাস্থ্য সেবার মান উন্নত করতে হবে। কোনো রকমের স্বাস্থ্য খাতে দুর্নীতি হাটহাজারীতে হবে না।


আগামীতে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্ধ প্রদান করা হবে। বক্তব্য রাখেন টঐঋচঙ ডাক্তার এ. এস. এম ইমতিয়াছ হোসেন, জগঙ ডাক্তার মাহাতাব উদ্দীন, টঋচঙ আনোয়ারুল আজিম, ডাক্তার রাকিব উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা আজম উদ্দীন, আনোয়ার মেহেদী, রিয়াজ মোর্শেদ, মোক্তার হোসেন, নঈম উদ্দীন, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. শফি প্রমুখ। এই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল দর্শনার্থী এবং রোগীদের সাথে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদ। বিজ্ঞপ্তি

সাতকানিয়ায় এগিয়ে
চলো চট্টগ্রাম টিমের
রক্তদান কর্মসূচি

সাতকানিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া মডেল হাই স্কুলের এসএসি ৯৯ ব্যাচের আয়োজনে সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালিত হয়। গত ১৩ এপ্রিল রক্তদান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, বিজয় টিভি সাতকানিয়া – চন্দনাইশের প্রতিনিধি মো. নাছির উদ্দীন, আয়োজক কমিটি ৯৯ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন সভাপতি এড. জহির উদ্দিন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ৯৯ ব্যাচের ছাত্র পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের, ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী, মো. ইলিয়াস, হোসেন মো. এরসাদ, কামরুল আজাদ, আবু জুবাইর, তৌহিদুল ইসলাম, তোফায়েল আহমেদ, মেজবা চৌধুরী, এম আই ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি