সাতকানিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

22

মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ী এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় সাতকানিয়া উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত ২২ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম এর মাধ্যমে সপ্তাহব্যাপী (২১-২৭জুলাই) জাতয়ী মৎস্য সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মো. নেজামুদ্দীন নদভী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, সাতকানিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবু তাহের এলএমজি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, স্বাস্থ্য ও মানব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার উদ্দিন চৌধুরী, সদস্য আবু ছালেহ, মাননীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক হারেজ মোহাম্মদ, চেয়ারম্যান নেজাম উদিন, তসলিমা আক্তার, উপজেলা যুবলীগের সদস্য এটিম সাইফুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিছ, মাননীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদত হোসাইন শাহেদ, দেলোয়ার হোসেন বেলাল, মো. বেলাল, এইচ এম বোরহান, আব্দুর রহিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান হাসান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিক হাসান, সাতকানিয়া পৌর ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, মোহাম্মদ আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি