সাতকানিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

57

সাতকানিয়ায় গত ২৫ এপ্রিল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে খরিপ-১/২০১৯-২০ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আইয়ুব আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তার প্রতাপ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা তারিক আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, প্রেসক্লাব সভাপতি ছৈয়দ মাহফুজুন্নবী খোকন, মো. এনামুল হক, সাখাওয়াত হোসেন প্রমুখ। এ সময় মোট ১ হাজার জন কৃষককের মধ্যে কৃষকপ্রতি আউশ ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১৫ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

আনোয়ারা কৈনপুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হলেন রঘুপতি সেন

আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে রঘুপতি সেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২৪ এপ্রিল আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সুধাংশু চন্দ্র দেবনাথ, দাতা সদস্য সুমন চক্রবর্তী, অভিভাবক সদস্য মো. ইলিয়াছ, জমির হোসেন, নিতাই কর, সাইফুদ্দিন, ইয়াসমিন আক্তার, শিক্ষক প্রতিনিধি রাম প্রসাদ মল্লিক, শাহ্ আলম ও নাছিমা সুলতানা। সভায় সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রঘুপতি সেনকে সভাপতি নির্বাচিত করা হয়। উল্লেখ্য, তিনি গত দুই বছরে এ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি থেকে অনন্য অবদান রেখেছেন। বিজ্ঞপ্তি