সাতকানিয়ায় অটোরিকশা থেকে ৩০০ লিটার চোলাই মদ জব্দ

9

সাতকানিয়া প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজি অটোরিকশা থামিয়ে ৩০০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাজালিয়া থেকে চিতামুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম লা মং চিং মার্মা (২০)। সে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকার মং ব্রোনিও মারমা’র ছেলে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানের নির্দেশনায় ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাতের তদারকিতে বাজালিয়া এলাকায় অভিযান চালান এসআই মো. আব্দুর রহিম ও তাঁর সঙ্গীয় ফোর্স। অভিযানে চিতামুড়া নামক স্থানে পূজা দেবীর চায়ের দোকানের সামনে রাস্তার উপর একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার ভেতরে তল্লাশি চালিয়ে ৩০০ লিটার চোলাই মদসহ লা মং চিং মার্মাকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ৩০০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।