সাতকানিয়ার কেরানীহাটে যানজট নিরসনে সভা

26

সাতকানিয়া প্রতিনিধি
…………………….

দক্ষিণ চট্টগ্রামের বানিজ্যিক প্রাণকেন্দ্র কেরানীহাটে বিরাজমান নানা সমস্যা সামাধানে এক সভা গত সোমবার কেরানীহাট ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়ার ট্রাফিক ইন্সপেক্টর আশরাফুল আলম। এতে উপস্থিত ছিলেন ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, কেঁওচিয়ার চেয়ারম্যান ও সিএনজি চালক সমিতির সভাপতি মনির আহমদ, ল্যান্ড ওর্নাসের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হক, কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান ওসমান আলী, ম্যানেজিং ডাইরেক্টর শহীদুল ইসলাম বাবর, এলাইট হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম, কেরানীহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক মনজুর আলম, নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ সফি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এছাড়াও বিভিন্ন যানবাহনের প্রতিনিধিবৃদ্ধ এ সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি আনোয়ার হোসেন বলেন, কেরানীহাট বাজারটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ও পার্বত্য জেলা বান্দরবানের প্রবেশদ্বার হওয়াতে এটির গুরত্ব অনেক। বিভিন্ন গন্তব্যে চলাচল করা যানবাহন গুলো রাস্তার উপর যাত্রী-উঠানামা করা, যত্রতত্র পার্কিং করে রাখা, জনসাধারণ চলাচলের ফুটপাত অবৈধ ভাবে দখল করে বিভিন্ন দোকান তৈরী করে প্রতিবন্ধকতা তৈরী করার কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। এ ভোগান্তি থেকে মানুষকে মুক্ত করার জন্য সকলের সাথে পরামর্শক্রমে নেওয়া সিদ্ধান্ত সমূহ যথসময়ে দ্রুত বাস্তবায়ন করা হবে।