সাজেকে সড়ক দুর্ঘটনারোধে মাঠে নেমেছে সেনাবাহিনী

15

রাঙামাটি প্রতিনিধি

অবশেষে পূর্বদেশে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। সাজেক সড়কে চালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই-বাছাই শুরু করছে সেনাাবাহিনী ও উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। সেনাবাহিনী বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে এ কার্যক্রম চলছে।
সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেনসন চাকমা নয়ন জানান, ‘প্রতি মাসেই সাজেক সড়কে ছোট-বড় দুই-একটি দুর্ঘটনা ঘটে। তবে সম্প্রতি বেশি দুর্ঘটনা ঘটছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য চালক যাত্রী সবাইকে সচেতন হতে হবে। আর প্রশাসনকে আরো কঠোর হতে হবে।’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, ‘সম্প্রতি দেখছি সাজেক সড়কে প্রাণহানিসহ দুর্ঘটনা ঘটছে। তাই দুঘটনারোধে ইতোমধ্যে সেনাবাহিনী ও পুলিশ চালকদের কাগজ পত্রাদি ও লাইসেন্স যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। সাজেক সড়ক উঁচু নিচু।তাই সাবধানে গাড়ি চালাতে চালকদের প্রতি অনুরোধ রইল।’
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম জানান, ‘সাজেক সড়ক অনেক ভয়াবহ একটি সড়ক। এ সড়কে গাড়ি চালকের অনেক দক্ষ হওয়া দরকার। যাত্রীদেরও আরো সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।’
উল্লেখ্য, গত এক সপ্তাহে সাজেক সড়কে দুর্ঘটনায় ১ পর্যটক নিহত ও প্রায় ১০ জন আহত হয়েছেন। ২০১৫ সাল হতে ২০২২ সালের ২০ অক্টোবর পর্যন্ত ৮ বছরে এ সড়কে অন্তত ১৫-১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাসহ বিভিন্ন অনিয়ম নিয়ে সম্প্রতি পূর্বদেশে দু’দফা রিপোর্ট প্রকাশিত হয়।