সাগর পাড়ি দিয়ে শেখ হাসিনা’র মহাসমাবেশে ১২ হাজার নেতাকর্মী নিয়ে এমপি মিতা

20

সন্দ্বীপ প্রতিনিধি:
মধ্যরাতে প্রায় বারো হাজার নেতা-কর্মী বিআইডব্লিউটিসি’র দুটি জাহাজ, তিনটি বলগেড ও বিশটি যাত্রীবাহী ট্রলারের একটি বিশাল বহর নিয়ে রবিবার ভোরে চট্টগ্রাম আওয়ামী লীগ এর মহাসমাবেশে যোগ দেন সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। পুরো চট্টগ্রামে চারিদিক থেকে নেতাকর্মী সমাবেশে যোগদান করলেও ঝুঁকি নিয়ে দীর্ঘ উত্তাল সাগর পাড়ি দিয়ে হাজার হাজার নেতাকর্মী সন্দ্বীপ উপজেলা থেকে সমাবেশে যোগদান করে সাড়া জাগিয়েছে সর্বত্রই। সরাসরি এক নজর প্রিয় নেত্রীকে দেখার আশায় দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে এসেছেন ৬৫ বছর বয়সী মোক্তাদির মাওলা দুলাল। তার দুই পা অচল। ক্র্যাচে ভর দিয়ে কোনোরকমে হাঁটাচলা করেন। সেই ক্র্যাচে ভর দিয়ে সকাল সকাল পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান তিনি। দুলাল বলেন, ‘আমার বাড়ি সন্দ্বীপের মুসাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে। হাঁটতে পারি না। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামে আসছেন। তাই তাকে এক নজর দেখতে সন্দ্বীপ থেকে চট্টগ্রামে এসেছি।’ তিনি আরও বলেন, ‘সন্দ্বীপে আওয়ামী লীগ সরকারের সময়ে যে উন্নয়ন হয়েছে, তা অতীতের কোনও সরকারের সময়ে হয়নি। এ কারণেও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে জনসভায় এসেছি।’ তিনি চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার নেতৃত্বে শনিবার রাত ১০টায় লঞ্চে রওনা দেন। রবিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় সমাবেশস্থলে পৌঁছান। সভাস্থলে সবার মুখে মুখে ছিলো সন্দ্বীপের কথা। জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে প্রিয় নেত্রীর ডাকে চলে এসেছেন হাজার হাজার নেতাকর্মী। নেত্রীর প্রতি সন্দ্বীপের মানুষের ভালোবাসা প্রশংসনীয় হয়েছে সমাবেশে আগত সকলের কাছে।