সাগরে বস্তায় মিলল আইস ও ইয়াবা

2

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের শাহপরীর দ্বীপস্থ বঙ্গোপসাগর থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে পাচারকারীরা বোটযোগে (ইঞ্জিনচালিত ট্রলার) সাগর পাড়ি দিয়ে মিয়ানমার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। গতকাল বুধবার ভোর ৪টায় শাহপরীর দ্বীপস্থ সাগর থেকে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা এসব আইস ও ইয়াবা উদ্ধার করে। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।
জানা যায়, বুধবার রাতে নাফ নদীতে পাশাপাশি চলমান দুটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ সেগুলোকে থামার জন্য সংকেত দেয়। কিন্তু বোট দুটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রæত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পাচারকারীদল ১টি প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে সেই বস্তা থেকে আইস ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।