সাগরিকা রোটারি ক্লাবের সভা

1

 

সাগরিকা রোটারি ক্লাবের ৯২৫তম সভা গত ১৮ সেপ্টেম্বর রোটারিয়ান এনামুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে মেরিটাইম মিউজিয়াম ক্যাফে এন্ড গিফ্ট শপ নেভাল এভিনিউতে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পিডিজি অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী।
সভায় ফুডব্যাংক থেকে ৫০ পরিবারকে শুকনো খাবার, ২টি হুইল চেয়ার এবং গাউছিয়া কমিটিকে দাফন কার্যক্রম চালানোর জন্য ২০০ পিস্ পিপিই দেয়ার সিদ্বান্ত গৃহীত হয়। সভায় নিজ পেশার ওপর বক্তব্য দেন রোটারিয়ান বিশিষ্ট ব্যাংকার মাইফুল আক্তার। পিডিজি অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী অতিথি সুমন মজুমদারকে রোটারি ল্যাপেল পড়িয়ে রোটারি ক্লাব সাগরিকার সদস্যপদ প্রদানের মাধ্যমে রোটারিতে স্বাগত জানান। ক্লাব কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন আইপিপি রাশেদুল আমিন, পিপি মনিরুজ্জামান, পিপি নুর মোহাম্মদ চৌধুরী, পিপি আজিজুল হক, পিপি মঈন উদ্দিন আহমেদ, পিপি শফিউল্লাহ, প্রেসিডেন্ট ইলেক্ট মোশাররফ হোসেন, সহ-সভাপতি ওমর ফারুক। সচিব ঘোষণা দেন ক্লাব সচিব মনোয়ার জাহান বেগম। সার্জেন্ট রিপোর্ট দেন মাইফুল আক্তার। বিজ্ঞপ্তি