সাক্ষাৎকারের সময় রামচন্দ্রকে আটক করলো পুলিশ

21

ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে সাক্ষাৎকার দেওয়ার সময় তার শরীরে ধাক্কা দিয়ে আটক করেছে একদল পুলিশ। গতকাল বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুতে পুলিশি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে অংশ নিলে তাকে আটক করা হয়। শহরটি টাউন হলে পুলিশ ১৪৪ ধারা জারি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পর তা গণআন্দোলনের চেহারা পেয়েছে। আন্দোলনের সমর্থনে হার্ভাডসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন জানিয়েছেন। বিক্ষোভ ঠেকাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ, ব্যাঙ্গালুরুসহ কর্ণাটকের কিছু এলাকায়।
পুলিশের দাবি, সহিংসতা এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চেন্নাইয়ের মতো বিভিন্ন শহরের পুলিশ মিছিল, সমাবেশ বা কোনও ধরনের বিক্ষোবের অনুমতি দিচ্ছেন না। পুলিশি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিক্ষোভে নামায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ এনডিটিভিকে বলেন, গান্ধীর একটি পোস্টার হাতে নিয়ে দাঁড়ানো এবং সংবিধান নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় আমাকে আটক করেছে পুলিশ।