সাকিব-মুশফিকের বিপিএল চুক্তি অবৈধ!

43

আগামী ডিসেম্বরে বিপিএলের সপ্তম আসর শুরু হলেও এখনই ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে ব্যস্ত। এরই মধ্যে দুই আইকন সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স আর মুশফিকুর রহিমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে টানার ঘোষণা দিয়েছে। তবে সাকিবের চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা ডায়নামাইটস। এ বিষয়ে রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জরুরি সভায় বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, আইকন হিসেবে সাকিব ও মুশফিকের চুক্তির বৈধতা নেই!
সভা শেষে সংবাদ সম্মেলনে মাহবুব আনাম বলেছেন, ‘ছয় মৌসুমের চুক্তি শেষে ফ্র্যাঞ্জাইজিদের সঙ্গে আমাদের নতুন চুক্তি হয়নি। তাহলে কীভাবে দলগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে? কোন ফ্র্যাঞ্চাইজি কার সঙ্গে চুক্তি করলো সেটা আমরা গুরুত্ব দিচ্ছি না।’
২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে ছয় মৌসুমের জন্য চুক্তি করেছিল বিসিবি। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মৌসুমে। এবার চার বছরের জন্য নতুন চুক্তি হবে। তারপরই বোঝা যাবে সপ্তম আসরে কোন কোন দল অংশ নিতে পারবে।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ৩ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল সপ্তম আসরের। আর খেলা গড়াবে ৬ ডিসেম্বর।