সাকিবের মত খেলোয়াড় ১০ হাজার বছরে একবার জন্ম নেয় : গাঙ্গুলি

34

বলা হচ্ছিল আফগানিস্তান বলেই বেশি সতর্ক বাংলাদেশ। এ ছাড়া শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তাদের বোলিং সাফল্যও চোখ রাঙাচ্ছিল। বিশেষ করে আফগানদের স্পিন আক্রমণ নিয়ে না ভেবে উপায় ছিল না। কিন্তু বাংলাদেশ যেন কাঁটা দিয়েই কাঁটা তুললো। স্পিন বনাম স্পিনের লড়াইয়ে রাজত্ব করলো বাংলাদেশ। যেখানে সেনাপতির ভূমিকায় থাকলেন ম্যাচসেরা সাকিব আল হাসান। ব্যাট হাতে বিশ্বকাপে নিজের তৃতীয় হাফ সেঞ্চুরি করার পর বল হাতে জাদু দেখালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আফগানদের ব্যাটিং লাইন আপ লন্ডভন্ড করে মাত্র ২৯ রান খরচায় একাই তুলে নিলেন ৫ উইকেট। তাঁর এমন চোখ জুড়িয়ে দেয়া পারফরম্যান্সে বাংলাদেশও ম্যাচ জিতল দাপটের সঙ্গে।