সাকিবদের স্পিন কোচ হেরাথ ব্যাটিং কোচ সিডন্স!

35

 

গত এক বছর ধরেই স্পিন কোচ ছাড়া খেলছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরে ড্যানিয়েল ভেট্টরি কোচিংয়ের দায়িত্বে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে ছিলেন না সাবেক কিউই এই ক্রিকেটার। করোনার কারণেই মূলত দেশের বাইরে যেতে পারেননি। যে কারণে তাকে নিয়ে আর বিসিবির আগ্রহ নেই। এতোদিন স্পিন বোলিং কোচ ইস্যুতে চুপচাপ থাকলেও অবশেষে জুনে জিম্বাবুয়ে সফরের আগেই স্পিন বোলিং কোচের পাশাপাশি ব্যাটিং কোচও নিয়োগ দিতে চাচ্ছে বিসিবি।
কোচ নিয়োগ ইস্যুতে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আশা করি জিম্বাবুয়ে যাওয়ার আগে আমরা কোচ নিতে পারবো। যেহেতু জিম্বাবুযে সিরিজের পরপরই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আসবে। তাই আমরা এখনই চেষ্টা করছি।’ তবে কোচ হিসেবে কাদের সঙ্গে আলোচনা চলছে, এ নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি বিসিবি। একটি সূত্রে জানা গেছে, ব্যাটিং কোচ হিসেবে বিসিবির পছন্দের তালিকায় এক নম্বরে আছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। অন্যদিকে স্পিন কোচ হিসেবে বিসিবির পছন্দ লঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ।