সাকিবদের বিকল্প খুঁজছেন হেরাথ

17

 

৩২ স্পিনার নিয়ে মিরপুরে বিশেষ ক্যাম্প শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হতেই ভালো মানের স্পিনার খোঁজার লক্ষ্যে নেমেছে বিসিবি। তারই অংশ হিসেবে সম্ভাবনাময় ৩২ জন স্পিনারকে ডেকে পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ভাবনায় আর আশেপাশে থাকার এসব স্পিনারদের নিয়ে মিরপুরে ৪ দিনের একটি বিশেষ ক্যাম্প হচ্ছে। জাতীয় দলের স্পিন বোলিং কোচ এই সময়টাতে তাদের পর্যবেক্ষণ করছেন। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে এই ক্যাম্প, চলবে আগামী ১ জুন পর্যন্ত। ক্যাম্প শুরুর পর আজ সংবাদমাধ্যমের সঙ্গে ক্যাম্পের উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন সাবেক শ্রীলঙ্কান স্পিনার হেরাথ, ‘মূল লক্ষ্য হল সম্ভাবনাময় স্পিনারদের খুঁজে বের করা। কোচ হিসেবে বোঝাপড়াটাও জরুরী। ভালো একটি সেশন হয়েছে আমাদের। সামনে আরও কিছু দিন আছে। তাদের নিয়ে আরও অনেক কাজ করতে চাই।’ তবে ক্যাম্পে এখনো বিশেষ কোনো প্রতিভা নজরে আসেনি তার, ‘না, এখনও স্পেশাল কাউকে পাইনি। আশা করি সম্ভাবনাময় স্পিনার খুঁজে পাব। তাদের দেখে ভালোই মনে হচ্ছে।’