সাকিবকে নিয়ে আশাবাদী তামিম

13

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাট কিংবা বল কখন, কার বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠবে- সেটা বলা মুশকিল। কিন্তু নিষেধাজ্ঞা থেকে ফিরে আসার পর ব্যাটে-বলে অনেকটাই নিশ্চুপ এই টাইগার ক্রিকেটার। তবে এতে মাথা ব্যথা নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খানের। সাকিবকে নিয়ে আশাবাদী তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামেন সাকিব। বল হাতে প্রথম ইনিংস পেয়েছিলেন চার উইকেট। আর দ্বিতীয় উইকেটে পান একটি উইকেট। দুই ইনিংসে বল হাতে পাঁচটি উইকেট পেলেও ব্যাট হাতে নিষ্প্রভ তিনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন মাত্র ৩ রান। পরের ইনিংসে ব্যাট করেননি। এমতাবস্থায় অনেকে দুশ্চিন্তা করলেও সাকিবকে নিয়ে তেমনটা ভাবছেন না তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব খেললেও খেলেননি ওপেনার তামিম ইকবাল খান। পুরোনো ব্যথা আবারো দেখা দিলে কিছুদিন বিশ্রামেই ছিলেন তিনি। তবে সাদা জার্সিতে তাকে দেখা না গেলেও ওয়ানডে দলে তামিমকে ঠিকই দেখা যাবে বলে জানা যায়।