সাকিবকে ‘ছাড়’ দেবে না বিসিবি

18

দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম কোম্পানির সঙ্গে নিয়মবহির্ভূত চুক্তি করায় সাকিব আল হাসানকে কারণ দর্শানোর চিঠি পাঠাবে বিসিবি। ওই চুক্তি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের আইন অনুযায়ী কোনোভাবেই এটা সে করতে পারে না।’
‘এটা টেলিকম কোম্পানি জানে, খেলোয়াড়রাও জানে। সেভাবেই আমাদের চুক্তি করা আছে। এটা কেনো করল, আগে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এজন্য ওকে (সাকিব) আমরা চিঠি দিচ্ছি। আমরা জানি এটা সে কোনোভাবেই করতে পারে না, সম্পূর্ণ বেআইনি।’
সামনে ভারত সিরিজ থাকায় এবার ছাড় দেয়া হতে পারে কিনা- এ প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘প্রশ্নই আসে না।’
গত ২২ অক্টোবর গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী, জাতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় ইচ্ছেমত যেকোনো টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন না।