সাকিবকে ছাড়া সব কিছুই কঠিন : তাইজুল

22

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক দল অনুশীলন শুরু করেছে। আফগানদের বিপক্ষে টেস্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল আর বিশ্রামে থাকা সাকিব আল হাসান ছাড়া অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন বাকিরা। গতকাল জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম কথা বলেছেন আফগানিস্তান টেস্টকে সামনে রেখে।
আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে বাংলাদেশের। বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত সদস্য তাইজুল ইসলাম কথা বলেছেন সাংবাদিকদের সাথে। কথা বলেছেন নিজের এবং দল নিয়ে। টেস্টে দেখা যায় অন্যান্য দেশের লোয়ার অর্ডার থেকেও বেশ রান আসে। তবে বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তেমন একটা সুবিধা করে উঠতে পারেননা কখনোই। তবে তাদের মধ্যে কিছুটা ব্যতিক্রম তাইজুল। বেশ কিছু টেস্ট জুড়েই দারুণ ব্যাটিং করছেন তাইজুল।
তাইজুল বলেন, ‘আসলে ক্রিকেট একটি প্রতিদ্ব›দ্বীতামূলক খেলা, এখানে টিকে থাকতে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করতে হবে। দলের কথা চিন্তা করে আমি আমার বোলিংয়ের সাথে সাথে ব্যাটিং নিয়েও কাজ করছি।’
বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ছিল ছন্নছাড়া, বোলাররা যেন উইকেট নিতেই ভুলে গিয়েছিল। আর তাই তো কথা প্রসঙ্গে উঠে এসেছে টাইগারদের বোলিংয়ের কথাটি। নিজেদের বোলিং সম্পর্কে এই স্পিনার বলেন, ‘দেখুন বিশ্বকাপের ঠিক আগের সিরিজটা আমরা জিতেছিলাম এবং ভাল পারফরম্যান্সও করেছিলাম। একটি সিরিজ খারাপ যেতেই পারে, তাই বলে মন খারাপ করে বসে থাকলে তো চলবে না। আমরা আমাদের উন্নতির জন্য অনুশীলন ক্যাম্পে কাজ করছি। আশা করি দ্রæতই আমরা ভাল পারফরম্যান্সে ফিরে আসতে পারবো।’
বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে অকল্পনীয় পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। আর বিশ্বকাপের পর ক্লান্তি দূর করতে তাই লম্বা সময় বিশ্রাম নিয়েছেন তিনি। এ সম্পর্কে তিনি বলেন, ‘সাকিব ভাই না থাকলে সব কাজই কঠিন হয়ে যায়। সাকিব ভাই যখন বল করে তখন প্রতিপক্ষের ব্যাটসম্যান অনেক সাবধানী হয়ে যায়, আর তখনই আমাদের মতো বোলারদের উইকেট নেওয়ার সুযোগ তৈরি হয়। সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার আর অনেক অভিজ্ঞ। সুখবর হচ্ছে সামনের সিরিজেই সে আমাদের সাথে যোগ দিবেন।’
আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে একটি উইকেট সংগ্রহ করতে পারলেই বাংলাদেশের সব থেকে দ্রæততম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট সংগ্রহ করবেন তাইজুল। তবে আফগানদের মোতেওই সহজ প্রতিপক্ষ হিসেবে মনে করছেন না এই স্পিনার। এখন আর তারা আগের মতো দুর্বল প্রতিপক্ষ নেই, তাই তো ম্যাচ জিততে হলে নিজদের সেরাটাই দিতে হবে টাইগারদের।