সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা পরিচালনায় এএসআই লতা পারভীন

10

আগামী ৭-৯ নভেম্বর ঢাকায় ভারত, শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় কারাতে দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় জাজ/রেফারি প্যানেলে থেকে প্রতিযোগিতা পরিচালনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ পুলিশের কারাতে কন্যা খ্যাত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে কর্মরত এএসআই লতা পারভীন। প্রতিযোগিতায় জাজ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিযোগিতার জন্য গঠিত টেকনিক্যাল কমিটির সদস্য এবং ওমেন উইংসের সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন লতা পারভীন। ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে পাস করা বাংলাদেশের একমাত্র মহিলা জাজ পাশাপাশি এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ লতা পারভীন ইতিপূর্বে ভারত, শ্রীলংকা, দুবাই ও উজবেকিস্থানে সম্পন্ন আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা সমূহে অংশগ্রহণ করে জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিএমপি কারাতে দলের সহকারী কারাতে কোচ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি এএসআই লতা পারভীন সুষ্ঠু ও সুন্দরভাবে তার উপর অর্পিত দায়িত্ব সম্পাদনে দেশবাসীর দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি