সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতার আহব্বান

7

চবি প্রতিনিধি

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবস্থান কর্মসূচি করেছে সেইফ উইমেন অব বাংলাদেশ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এতে সেইফ উইমেন অব বাংলাদেশের ক্যাম্পাস এম্বাসেডর এবং শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থী তাহসিনা রহমান বলেন, ‘আমরা প্রতিনিয়ত বিভিন্ন সোস্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অহরহ সাইবার বুলিং। সাইবার বুলিং এমন একটি অপরাধ যা কোন অপরাধী অনলাইনে করে থাকে। সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে ১৩-১৪ বছর বয়সের ছেলেমেয়েসহ সবাই। তাই আমরা সব সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এবং সমাজকে এই অনলাইনভিক্তিক হ্যারাজমেন্ট থেকে রক্ষা করতে সারা দেশের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন করেছি।’