‘সাইবার পুলিশ স্টেশন’ করার প্রস্তাব সিআইডির

22

সাইবার অপরাধ দমনে ও ভিকটিমদের ন্যায় বিচার নিশ্চিতে দেশে ‘সাইবার পুলিশ স্টেশন’ করার প্রস্তাব দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিক পর্যায়ে রাজধানীতে একটি সাইবার পুলিশ স্টেশন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে সারাদেশের মানুষ অভিযোগ করতে পারবেন। সিআইডি এসব অভিযোগ তদন্ত করবে।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান। খবর বাংলা ট্রিবিউনের
তিনি বলেন, ‘সাইবার পুলিশ স্টেশন করার একটি প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়েছি। আশা করছি দ্রুত এটি অনুমোদন পাবে। বিশ্বের বিভিন্ন দেশে সাইবার পুলিশ স্টেশন রয়েছে। আমাদের দেশেও প্রয়োজন। কারণ সাইবার অপরাধ বাড়ছে। প্রাথমিক পর্যায়ে আমরা ঢাকাতে একটি সাইবার পুলিশ স্টেশন করবো। এখানে সারাদেশ থেকে ক্ষতিগ্রস্ত যে কেউ অভিযোগ দিতে পারবেন। আমাদের জেলা অফিসে সিআইডি কর্মকর্তারা রয়েছেন তাদের কাছেও অভিযোগ করতে পারবেন। সাইবার পুলিশ স্টেশনে করা অভিযোগগুলো আমরা কর্মকর্তাদের দিয়ে তদন্ত করবো।’