সাইবার জালিয়াতি : নেপালে সন্দেহভাজন ১২২ চীনা আটক

17

সাইবার অপরাধ ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে সন্দেহভাজন ১২২ চীনা নারী-পুরুষকে আটক করেছে নেপালের পুলিশ। সোমবার এক অভিযানে এদেরকে আটক করা হয়; দেশটিতে ভ্রমণ ভিসায় গিয়ে অপরাধে জড়ানো বিদেশি নাগরিকদের ধরতে এটিই সবচেয়ে বড় অভিযান ছিল বলে মঙ্গলবার দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
কাঠমান্ডুর পুলিশপ্রধান উত্তম সুবেদি জানান, আটক এ চীনা নাগরিকরা সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িত, এমন তথ্য পেয়েই তারা অভিযানে নামেন। “এ চীনা নাগরিকরা সাইবার অপরাধ ও ব্যাংকের ক্যাশ মেশিন হ্যাকিংয়ের চেষ্টায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে; আটককৃতদের পাসপোর্ট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে, তাদেরকে বিভিন্ন থানায় আটকে রাখা হয়েছে।