সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর ৫৬তম খোশরোজ শরিফ অনুষ্ঠিত

13

যুব তরুণ ও ভক্ত জনতার অংশগ্রহণে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভাÐার দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ২৫ ফেব্রæয়ারি, শনিবার দরবার শরিফে পালিত হয়েছে। এদিন কর্মসূচির মধ্যে ছিল ফ্রি চিকিৎসা, চক্ষু শিবির, রক্তের গ্রæপ নির্ণয়, মাদক ও যৌতুকের বিরুদ্ধে গণ সচেতনতায় ক্যাম্পেইন, র‌্যালি, হুজুর কেবলার জীবনী আলোচনা, মাইজভাÐারী মহাত্মা সাধকদের রওজা শরিফ জিয়ারত ও তবারুক বিতরণ। খোশরোজ শরিফ উপলক্ষে বড় কর্মসূচি ছিল হুজুর কেবলার প্রতিষ্ঠিত মইনীয়া যুব ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ।
এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, যুব তরুণ সমাজ দেশের আগামী দিনের কর্ণধার। তারাই মেধা, মনন ও শ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে। অনুষ্ঠানে মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানীর (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী (মা.জি.আ.), হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাÐারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা আলমগীর খান মাইজভাÐারী। আলোচনায় অংশগ্রহণ করেন, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, হযরত মাওলানা মুফতী বাকী বিল্লাহ আল-আযহারী, মাওলানা মুফতী মাকসুদুর রহমান, মইনীয়া যুব ফোরামের সাধরণ সম্পাদক খলিফা মোঃ আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, চট্টগ্রাম মহানগর সভাপতি নোমান উদ্দিন রাজিব, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (রাজিব), উত্তর জেলা সভাপতি আকবর হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আপন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মোঃ সোহাগ শেখ, মুন্সিগঞ্জ জেলা সভাপতি খলিফা কাসেম, সিলেট জেলা সভাপতি মোঃ জামাল উদ্দিন, কুমিল্লা জেলা সভাপতি হাবিবুর রহমান পায়েল প্রমুখ। সব শেষে দেশ জাতি, মুসলিম উম্মাহ ও সর্বমানবতার কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি